জাতীয় মৎস্য সপ্তাহের ৩য় দিনে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহরের আয়োজনে বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে মৎস্য সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল মতিন। আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেনসহ মৎস্যচাষি ও মৎস্যজীবীবৃন্দ।