সারাদেশে ছাত্রহত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ। এতে ওই কর্মসূচি পন্ড হয়ে গেছে। সেখান থেকে পুলিশ ১২ জন শিক্ষার্থীকে থানায় নিয়ে গেছে।
শিক্ষার্থীরা জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দিয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। বৃষ্টির কারণে সমাবেশ শুরু করতে দেরি হয়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গেলে পুলিশ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববি’র সমন্বয়ক ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার, অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব, পরিবেশ ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমাল, ইংরেজি বিভাগের অনিকা সিঁথি, সিবাত আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, অর্থনীতি বিভাগের শেখ ইমন। অন্যান্যের নাম জানা যায়নি।
বন্দর থানার ওসি আবদুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রাখতে ১২ জনকে থানায় আনা হয়েছে। তবে তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হবে।