ঝিনাইদহ কালীগঞ্জ শহরে কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র আদরিয়ান আহমেদ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়টি শহরের ফয়লা ত্রিমোহনি মোড়ে অবস্থিত। এ মোড়ে কোন গতিরোধকের ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন ছোট খাট দূর্ঘটনা ঘটতেই আছে। এমনটি ঘটনা ঘটেছে গত ১১ জুলাই কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র আদরিয়ান আহমেদ স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় স্কুলের সামনে হাসপাতাল সড়কে উঠতেই দ্রুত গতিতে একটি ব্যাটারি চালিত ইজিবাইক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ রাস্তার পাশে ছিটকে পড়ে আদরিয়ান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার জানায়, তার বাম পায়ের হাড় ভেঙ্গে জখম হয়েছে। বর্তমানে পা ব্যান্ডেজ করে সে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আদরিয়ান ফররুখ আহমেদ ও তানিয়া সুলতানা দম্পতির কনিষ্ঠ সন্তান এবং ফয়লা গ্রামের বাসিন্দা। প্রথম শ্রেনির শিক্ষার্থী আদরিয়ানের দূর্ঘটনায় কবলিত হওয়ার ঘটনাটি একটি মাত্র ঘটনা নয়। এমন ঘটনা প্রতিনিয়িতই এই মোড়ে ঘটে থাকে। বিশেষ করে সড়কে দ্রুত গতিতে চলা যানবাহনের কারণে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। উপজেলার পূর্বঅঞ্চল থেকে কালীগঞ্জ শহরে প্রবেশের অন্যতম এ সড়কের পাশে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।এ সড়কের সাথে আরেকটি শাখা সড়ক প্রাথমিক বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে দিয়ে কোলাবাজার সড়কের সাথে সংযুক্ত হয়েছে। এই সংযোগ সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) থাকলেও অপর প্রান্তের হাসপাতাল সড়কটিতে নেই কোন গতিরোধক। যে কারণে ব্যাটারি চালিত যানসহ সব ধরনের যান বিশেষ করে ইজি বাইকের বেপরোয়া গতির কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার সময় দুর্ঘটনার শিকার হতে হয় প্রায়ই। আবার স্কুল ভবনের দওয়াল ঘেষে রাস্তার উপর অবৈধভাবে বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখার কারণে খুদে শিক্ষার্থীদের অনেক বেশি ঝুঁকি নিয়েএই সড়ক ব্যাবহার করে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। এই হাসপাতাল সড়কটির আশপাশে সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়, আবু বক্কর বিশ্বাস মোকছেদ আলী আলিম মাদ্রাসা, গোহাটা কওমি ও হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। অর্থাৎ এই সড়কে প্রতিদিন অন্যান্যের মত উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের চলাচল রয়েছে। অথচ সড়কটি ব্যবহারকারী যানবাহনের চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিক্ষার্থীসহ সড়ক ব্যাবহারকারীদের দুর্ঘটনার ঝুঁকির মধ্যে ফেললেও তা দেখার কেউ নেই। তাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা সকল প্রকার দুর্ঘটনার ঝুঁকি এড়াতে অতিসত্তর কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের তিন মাথার পশ্চিমে এবং পূর্ব প্রান্তে দুইটি গতিরোধক (স্পিড ব্রেকার) দেওয়ার দাবি করেছেন। ফয়লা গ্রামের বাসিন্দা রাজিব আহমেদ বলেন, হাসপাতাল সড়কে বিশেষ করে কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের তিন মাথায় প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে। আর এই দুর্ঘটনা গুলো ঘটার অন্যতম কারণ হলো যানবাহনের দ্রুুত গতি। আর এ সড়কে যানবাহনের দ্রুত গতিরোধ করা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। এ কারণে আমি মনে করি, কর্তৃপক্ষের দ্রুত সড়কটিতে গতিরোধক নির্মাণ করে দেওয়া উচিত। কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে হাসপাতাল সড়কটি ব্যাবহার করে স্কুলে যাওয়া আসা করে। দূর্ঘটনা এড়াতে সড়কটিতে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের কোন বিকল্প নেই। ইতঃপূর্বে ব্যাপারটি আমি স্থানীয় একাধিক জনপ্রতিনিধিদেরকে অবগত করলেও কোন সুফল পায়নি। কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমি দ্রুততার সাথে সড়কটিতে গতিরোধক বা স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানাই। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ব্যাপারটা আপনার কাছ থেকে জানলাম। আমি খোঁজখবর নিয়ে দেখব কি করা যায়। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, হাসপাতাল সড়টি শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের সাথেই বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সড়কে চলাচলকারী শিক্ষার্থীদের ঝুঁকি এবং দুর্ঘটনার ব্যাপারে আমি অবগত নই। আমি খোঁজখবর নিয়ে ওই সড়কটি শিক্ষার্থীসহ সকল জনগণের নিরাপদ চলাচলের জন্য যদি গতি নিরোধক নির্মাণের প্রয়োজন হয় তাহলে তা অবশ্যই করে দেবো।