রাজশাহীর বাঘায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ঘর ও শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকাল ৬টয় উপজেলা প্রশাসনের আয়োজনে এগুলো বিতরণ করা হয়।
মৎস্য সপ্তাহে উদ্বোধন শেষে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ঘর ও শিক্ষার্থীদের মাঝে সাইকেলের পাশাপাশি কৃষকদের মাঝে স্প্রে মেশিন, রোগে আক্রান্তদের মাঝে চেক ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ বিতরণ, সোনা দিঘীতে মাছ অবমুক্ত ও উপজেলা শিশু পার্ক এবং নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলার দিঘার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর তিনটি পরিবারকে ঘর এবং দিঘার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর দুই শিক্ষার্থীকে দুটি সাইকেল দেওয়া হয়েছে।
এছাড়া কৃষকদের মাঝে ৫টি স্প্রে মেশিন, রোগে আক্রান্তদের মাঝে ৬৩ জনকে ৫০ হাজার করে চেক, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারের মাঝে ৬ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, সাংবাদিক নুরুজ্জামান প্রমুখ।