ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারানো অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপভ্যানের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও হেলপার জয় চন্দ্র দাস (১৮) তাদের মরদেহ উদ্ধার করে। নরসিংদীর শিবপুর উপজেলার শরীফপুর গ্রামের সাগর চন্দ্র দাসের পুত্র পলাশ ও তাঁর ভাই স্বাধীন চন্দ্র দাসের পুত্র জয় পিকআপটিতে লটকন (ফল) বহন করে নিয়ে যাচ্ছিল। শ্রীনগর ফায়ার স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তারা মারা যায়। হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। তবে অভিযুক্ত যানটি সনাক্তের চেষ্টা করছি আমরা। দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, নিহতের স্বজনরা আসছে। তাদের কাছে আইনগত সকল প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।