কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত বুধবার সকাল ১০ টায় ইসলামিক রিলিফ বাংলাদেশ ইকরা প্রকল্পের সহযোগিতায় স্থানীয় নেতৃত্বে অভিযোজন কর্মপরিকল্পনা যাচাইকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ ইকরা প্রকল্পের ফিল্ড অফিস ইনচার্জ সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ জাহিদুল হাসানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ ইউছুফ আলী, বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিন্টু, মোস্তফা কামাল, আবু সাঈদ, মাওলানা মাসুদুর রহমান, ইয়ুথনেটের উপজেলা সমন্বয়ক রাসেল প্রমুখ। কর্মশালায় অভিযোজন কর্মপরিকল্পনায় প্রাপ্ত কার্যক্রম স্কীম সমুহ সহ বিভিন্ন বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদন্য, ইয়ুথনেটের সদস্য, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।