কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭ বালক) ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে হোমনা পৌরসভা একাদশ ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বুধবার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠান। সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি ও জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, নিলখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সওদাগর, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক সরকার, মাথাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা, চালিভাঙা (মেঘনা) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমনসহ কয়েক সহ¯্রাধিক দর্শক ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। টুর্ণামেন্টে হোমনা পৌরসভা ও ৯ টি ইউনিয়ন পরিষদসহ মোট ১০ টি দল অংশগ্রহণ করে। ধারাবর্ণনায় ছিলেন শেখর আহমেদ।
এর আগে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ লাভের জন্য ১৬টি বাইসাইকেল প্রদান করা হয়। বিদ্যালয়গুলো হলো-হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, দুলালপুর চন্দ্রমণি উচ্চবিদ্যালয় ও দড়ির উচ্চ বিদ্যালয়।