নীলফামারীর সৈয়দপুরে ২২টি উর্দুভাষি ক্যাম্পের সাধারণ জনগোষ্ঠীর অবস্থান পরিস্কার করতে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। ১ আগস্ট রেলওয়ে মেস ক্যাম্পে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে সৈয়দপুর উর্দুভাষি ক্যাম্প উন্নয়ন কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উর্দুভাষি ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল জানান, গত ১৮ জুলাই সারা দেশের ন্যায় সৈয়দপুরেও কোটা বিরোধী শিক্ষার্থীদের একটি র্যালি বের হয়। শান্তিপুর্ণ ওই র্যালি চলছিল। পুলিশের সুত্র ধরে বলেন হঠাৎ করে র্যালি থেকে চিহ্নিত জামায়াত ও বিএনপির কতিপয় যুবক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে। এ অবস্থায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এর এক পর্যায় তারা পুলিশকে মেরে গুরুতর আহত করে। জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করে। পুলিশ বক্সে আগুন দেয়, মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে এবং প্রধানমন্ত্রীর ছবি নিচে ফেলে স্পর্শকাতর উল্লাস করে। এটি ছিল একটি ন্যাক্কারজনক ঘটনা। যা সৈয়দপুরের ইতিহাসে একটি কালো অধ্যায়। এ ঘটনার সাথে ক্যাম্পের কোন ছাত্র-ছাত্রী জড়িত নয় বলে দাবী করেন তিনি। ওই ঘটনায় সারা দেশে সকল মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সংবাদ সম্মেলনে। অনাকাঙ্খিত ঘটনায় মৃত্যুবরণকারিদের সম্মানার্থে ৩০ জুলাই রাস্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ওইদিন সৈয়দপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বের করা বিক্ষোভ মিছিল। পরে অনুষ্ঠিত হয় এক শোক সভা। ওই শোক সভায় বলা হয় এ সকল কাজের সাথে ক্যাম্পবাসি জড়িত। তাই ক্যাম্পবাসির অবস্থান পরিস্কার করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মাজিদ ইকবাল বলেন, ভাল মন্দ মিলে মানুষ। ওই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের সাজা হোক আমরাও তা চাই। তবে একজনের অপরাধে সকল ক্যাম্পবাসি অপরাধী হতে পারে না। তিনি বলেন আসুন আমরা সবাই মিলে অপরাধীকে বের করে প্রশাসনের কাছে সোর্পদ করি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাম্প উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আঃ লতিফ, সহসভাপতি যথাক্রমে নুর হাসান মোনাম, আলাউদ্দিন, আজগার আলি ও মোছাঃ সানজিদা বেগম। সহ সাধারণ সম্পাদক গুলাম ও মোছাঃ বুনদিয়া বেগম। অর্থ সম্পাদক ইসমাইল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাদা ও মোঃ চাঁন। প্রচার সম্পাদক মোঃ মনা ও দপ্তর সম্পাদক মোছাঃ জনি বেগমসহ অনেকে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের অনেক উপকার করেছেন। তিনি আমাদের উন্নত জীবন যাপনের পথ দেখিয়েছেন। জীবনমানের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। যা কোনদিন ভুলার নয়।