নীলফামারীর ডিমলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় এবং সংগঠনকে সু-সংগঠিত করার লক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ এর কার্যালয়ে আগামী ৩ বছরের জন্য ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মহসিন মন্ডল মিঠু ও সাধারন সম্পাদক রাসেল আমিন স্বপন স্বাক্ষরিত কমিটিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর এএইচএম ফিরোজকে সভাপতি, চয়ন সরকারকে সাধারন সম্পাদক ও মনিরুজ্জামান মানিককে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৩ সদস্যের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।