পাবনার সুজানগরে প্রতিপক্ষের লোকজন বালাই নাশক বিষ প্রয়োগ করে ১৫৬শতাংশ জমির ধান পুড়িয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার জুলাই উপজেলার খয়রান গ্রামে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ হয়েছে।
জানা যায়, ওই গ্রামের ইয়াকুব আলী খানসহ তার আরো ৫ভাই দীর্ঘদিন খয়রান মৌজায় অবস্থিত ১৫৬শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। চলতি মৌসুমে তারা ওই জমিতে আমন ধান রোপণ করেছিলেন। কিন্তু পূর্ব বিরোধের জের ধরে গত রোববার বিকালে একই গ্রামের প্রতিপক্ষ তয়েজ উদ্দিন প্রামাণিক ও তার আরো লোকজন ওই ধানে ক্ষতিকর বালাই নাশক বিষ প্রয়োগ করে। এতে ওই ধান পুড়ে মারা যায়। এ ব্যাপারে প্রত্যক্ষ দর্শী ওই ইয়াকুব আলীর বড় ভাই ওমর আলী প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে ভয়ভীতি প্রদর্শন করার পাশাপাশি দেখে নেওয়ারও হুমকি দেয়। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।