রাজশাহীর দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধান শিক্ষক বীরমুত্তিযোদ্ধা আলহাজ¦ আবদুস সাত্তারের দাফন সম্পন্ন হয়েছে। ১আগষ্ট দুর্গাপুর উপজেলার পানানগর উচ্চবিদ্যালয় মাঠে পানানগর গ্রামের মরহুম আলহাজ¦ হযরত উল্লাহ গাজীর পুত্র জাতির শ্রেষ্ঠ সন্তান সাবেক প্রধান শিক্ষক বীরমুত্তিযোদ্ধা আলহাজ¦ আবদুস সাত্তারের দুপুর ১২টায় জানাযা নামাজের পূর্বে থানা পুলিশের এক চৌকস দল গার্ড অব অনার প্রদান ও ১মিনিট নীরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধূরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান শরিফ, ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁন। জানাযা নামায শেষে নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
পরিবারিক সদস্য সূত্রে জানাযায়, মরহুম বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুসসাত্তার বেশকিছুদিন থেকে অসুস্থ হয়ে নিজ বাসায় শয্যাসায়ী ছিলেন। রোববার রাত সাড়ে দশটায় স্ত্রী ১পুত্র ও ১কন্যা সন্তান রেখে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃতূকালে তাহার বয়স হয়েছিলো ৭২ বছর। মরহুম বীরমুক্তিযোদ্ধা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ¦ আবদুল ওয়াদুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান ফিরোজ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁন। মরহুমের জানাযা জানাযে শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী সহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।