কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২৪ ঘন্টার ব্যবধানে বেপরোয়া চলাচলকারী গ্যাস চালিত সিএনজি ও শ্যালোমেশিন চালিত ভটভটির বেপরোয়া গতিতে ২৪ ঘন্টার ব্যবধানে ১ জন নিহতসহ ৮ জন হতাহতের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে ফুলবাড়ী টু নাগেশ্বরী যাওয়ার ফুলবাড়ী উপজেলার জুম্মারপাড় সীমান্ত সংলগ্ন পাকা সড়কে গরু বোঝাই শ্যালোমেশিন চালিত ভটভটি একটি মোটরসাইকেলকে মুখোমুখী ধাক্কা দিলে ৩ মোটারসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন- লালমনিরহাট জেলা সদরের উঁচাটারী গ্রামের মৃত-জহুল হকের ছেলে রুবেল (২৮), একই গ্রামের লোকমান হোসেনের ছেলে জীবন (২০) ও থানা পাড়ার মন্টু মিয়ার ছেলে শাকীল (২৫)। এরমধ্যে গুরুতর অবস্থায় আহত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে ফুলবাড়ী টু বড়বাড়ী পাকা সড়কের আছিয়ার বাজারে মঙ্গলবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এতে ফুলবাড়ী উপজেলা সদরের মাষ্টার পাড়ার সাবেক ব্যবসায়ী সিএনজিযাত্রী জুলহাস হোসেন ওরফে জুলহাস পাগলা (৬২) নিহত হয়েছেন।
এতে সিএনজির ড্রাইভারসহ ৫ জন যাত্রী ও মোটারসাইকেল আরোহীসহ মোট ৬ জন আহত হয়। এরমধ্যে মোটরসাইকেল আরোহী গাইবন্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ভোরাভায়াখাঁ গ্রামের লাল মোক্তারের ছেলে ছামিউল হক (৩২) গুরুতর আহত হয়েছে। তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠোনো হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এরমধ্যে বুধবার বিকেলে ঘটমান দুর্ঘটনাস্থল থেকে গরু বোঝাই ঘাত ভটভটিকে থানায় নেয়া হয়েছে।
তিনি আরও জানান, আমি আগামী এক সপ্তাহের মধ্যে ফুলবাড়ী উপজেলার সকল সিএনজি চালক, ইজিবাইক চালক ও অটোরিকশা চালকদের নিয়ে তাদের বেপরোয়া গতিরোধে সচেতনতামূলক আলোচনা করবো।