পাবনার সুজানগরে মনজু খাতুন (৩০) নামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার ভাটপাড়া গ্রামে। ধর্ষিতা মনজু ওই গ্রামের ভানচালক শিপন মোল্লার স্ত্রী।
ভুক্তভোগী মনজু খাতুন জানায়, গত সোমবার সন্ধ্যা রাতে সে একই গ্রামের মৃত-আব্দুল হামিদ মোল্লার ছেলে টিটু মোল্লার (৩৫) বাড়িতে ঝিয়ের কাজ করতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে টিটু তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ছাড়া ইতঃপূর্বে সে একই গ্রামের পক্কে মোল্লার ছেলে নজু মোল্লার (৩৮) বাড়িতে ঝিয়ের কাজ করতে গেলে একইভাবে নজুও তাকে ধর্ষণ করে বলে ধর্ষিতা মনজু জানায়। সেই সঙ্গে সে আরো জানায়, ধর্ষকরা ভয়ভীতি প্রদর্শন করায় এতদিন সে মামলা করা সাহস পায়নি। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। পুলিশ ধর্ষিতা মনজুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।