ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহমুদা বেগম (৩০) নামের এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মাহমুদা বিজয়নগর উপজেলার চান্দুরা মিরপুরের লাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ জন। বুধবার সকালে মহাসড়কের পূর্ব কুট্রাপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ১০ টার দিকে ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা নামের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দূমড়ে মুচড়ে যায় সিএনজিটি। চালকসহ আহত হয় সিএনজির পাঁচ যাত্রী। তাদের মধ্যে মাহমুদার ডান পা টি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন জজ মিয়া, সামিউল হক, আরজুদা বানু, আশেদা বেগম ও রহিস মিয়া।
সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মাহমুদার অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতে রেফার করা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার সান্যাল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।