সম্প্রতি দেশজুড়ে কোটা আন্দোলনের সহিংস ঘটনায় বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ভোলার মেধাবী শিক্ষার্থী নাহিদুল ইসলাম নাহিদ। সে ভোলা সরকারি কলেজের দর্শণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাবা আবদুল জলিল বেপারি একজন নিঃস্ব দিন মজুর।
জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ সৈয়দপুরে বাড়ি ছিল নাহিদের। প্রমত্তা মেঘনার করালগ্রাসে জমিজমা ঘরবাড়ি ভিটেমাটি হারিয়ে বর্তমানে তার পরিবার বসবাস করছেন দৌলতখান উপজেলার সিমান্তবর্তী বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা গ্রামের ৫ নং ওয়ার্ডে।
পরিবারের তিন বোন এক ভাইয়ের মধ্যে নাহিদ ছিল সবার ছোট। এলাকাবাসী ও পারিবারিকভাবে জানা যায়, দৌলতখান হাজীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাসের পর নাহিদুল ইসলাম নাহিদ ভোলা সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়। অভাবী সংসারে জন্মনেয়া নাহিদ সংসারের ও পড়ার খরচ মেটাতে রাজধানী শহর ঢাকাতে বিকাশ কোম্পানির মার্কেটিংয়ে চাকরি করত। বিকালে অবসর সময় মিরপুর দশ নম্বর গোল চত্তর এলাকায় ফুটপাতে বাচ্চাদের গেঞ্জি পেন্টের দোকানও ছিল তার।
প্রতিমাসে বাড়িতে সে চার থেকে পাঁচহাজার টাকা পাঠাতো। বাজারের নিত্যপণ্য জিনিস পত্রের ঊর্ধ্বমুখী দামের মধ্যেও সুখের সংসার চলছিল মা বাবার। ভাগ্যের নির্মম পরিহাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংস ঘটনায় তার প্রাণ কেড়ে নেয়। দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের পথ ধরে মিজির হাট এলাকার গ্রামীণ জনপদের নতুন বাজার সংলগ্ন জলিল বেপারির বাড়ি।
বুধবার প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ কালের কন্ঠের একরামুল এফএনএস প্রতিনিধি আবুল খায়ের ওই বাড়িতে সংবাদ সংগ্রহে গেলে প্রথমেই দেখা মেলে নাহিদের বাবা জলিল বেপারির সাথে। চোখ ভরা পানি নিয়ে ছেলের মৃত্যুর ঘটনার নির্মম বর্ণনা করতেই তিনি কান্নায় ভেঙে পরলেন। তিনি জানান ১৯ জুলাই শুক্রবার আসর নামাজের সময় নাহিদের সাথে কথা হয় আমার। নাহিদ বন্ধুদের সাথে মিরপুর ছয় নম্বরে থাকত। আমি ঢাকার সে দিনের ঘটনার খোঁজ খবর নেই। আমি তাকে নামাজ পড়তে বলি। বাসা থেকে যেন বের না হয় তার সাথে আমার সর্ব শেষ কথা হয়। সন্ধ্যায় ফোন আসে নাহিদ অসুস্থ। পরে খবর পাই সে মারা গেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরদিন শনিবার সকাল সাড়ে দশটায় এ্যাম্বুলেন্সে তার গুলিবিদ্ধ লাশ আসলে তাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। গুলি তার বুক চিরে পেছন দিয়ে বের হয়।
তিনি আরও জানান নাহিদ চা খাওয়ার জন্য তার বন্ধুদের সাথে বিকালবেলা বাসা থেকে বের হলে গুলিবিদ্ধ হয়। চার সন্তানের জননী নাহিদের মা বিবি ফাতেমা সাংবাদিকদের বলেন আমার মেধাবী ছেলে নাহিদকে আমার কোলে পেয়ে আমি খুব খুশি হয়ে ছিলাম। নাহিদ অভাবী সংসারের চেরাগ আলো ছিল। উড়ে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা ছিল। কারা আমার বাবাকে বুকে গুলি করে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল? নাহিদের মায়ের কান্নার বিলাপে বাড়ির উপস্থিত সবার চোখে পানি চলে আসে। মা বাবার একমাত্র ছেলে নাহিদকে হারিয়ে ভাইয়ের জন্য বোনেরাও পাগল।
পুরো বাড়িতে বিরাজ করছে শোকের মাতম। বড় মানিকা ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের মেম্বার মো. জাকির হোসেন মাতাব্বর জানান, জলিল বেপারির একসময় সহায় সম্পদ সবই ছিল। নদী ভাঙনে এখন তাদের জায়গা জমি নেই। ছেলে নাহিদই ছিল পরিবারের একমাত্র ভবিষ্যতের সম্পদ। মিরপুর দশ নম্বর ফুটপাতের দোকান দেখতে বের হলে গুলিবিদ্ধ হয় সে। বোরহানউদ্দিন থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন নাহিদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।