অস্ট্রেলিয়ান সাঁতারু কাইলি ম্যাককিউন নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের আধিপত্য বজায় রেখেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে তার শিরোপা রক্ষার লড়াইয়ে নিজের অলিম্পিক রেকর্ড ভেঙে আরেকটি স্বর্ণ পেয়েছেন। বিশ্ব রেকর্ডধারী রেগান স্মিথেকে দ্বৈরথে হারিয়ে স্বর্ণ জিতেছেন তিনি। এই নিয়ে অলিম্পিকে পরপর দুটি স্বর্ণ জেতা দ্বিতীয় মহিলা হয়েছেন এই ২৩ বছর বয়সী কুইন্সল্যান্ডের সাঁতারু। নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে বিশ্ব রেকর্ডধারী রেগান স্মিথকে পরাজিত করে তার প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন ম্যাককিউন। তিনি জানান, 'আমার একটি সুপার পাওয়ার আছে এবং সেটি হলেন আমার বাবা। আমি বিশ্বাস করি আজ রাতে তিনি আমার সাথে ছিলেন।' প্যারিসের অলিম্পিকের লা ডিফেন্স পুলে ম্যাককিউন সাঁতার শেষ করেছেন ৫৭.৩৩ সেকেন্ডে। গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড। এর আগের রেকর্ডটিও অবশ্য তারই ছিল। ২০২০ টোকিও অলিম্পিকে ৫৭.৪৭ সেকেন্ডের রেকর্ড করে স্বর্ণ জিতেছিলেন তিনি। ম্যাককিউন ২০২৩ সালের বিশ্বকাপে ৫৭.৩৩ সেকেন্ডের নতুন একটি বিশ্ব রেকর্ড করেছিলেন। গত জুন মাসে এই রেকর্ডটি ভেঙ্গেছিলেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ। ইউএস অলিম্পিক ট্রায়ালে ৫৭.১৩ সেকেন্ডের নতুন এক বিশ্ব রেকর্ড করেন। যদিও গত রাতের ফাইনালে স্মিথ ৫৭.৩৩ সেকেন্ড করে রৌপ্য জিতেছেন। ম্যাককিউন এই জয়কে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। যেভাবে এতদূর এগিয়েছেন তাতেই খুশি হয়ে ম্যাককিওন বলেন, 'মেডেল বা মেডেলের ট্যালি বা এই জাতীয় কিছুর উদ্ধেশ্যে অলিম্পিকে আসিনি। আমি মজা করতে অলিম্পিকে এসেছি। আমি আমার সেরাকে দিতে এসেছি এখানে।' তার অন্যতম প্রতিদ্বন্দ্বী স্মিথ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমি আমিই। যেটি বোঝাতে চাচ্ছি সেটি হল আমি আমার নিজের ক্রীড়াবিদ। যা ঘটুক না কেন, তাতে আমি খুশি।' এই জয় আগামী বছরগুলিতে নারীদের ১০০ ব্যাকস্ট্রোকে ম্যাককিউনের আধিপত্য অব্যাহত রাখবে।