কাতার বিশ্বকাপের ফাইনালের রেশ কাটছেই না। দুই বছর আগে লুসাইলের আইকনিক স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই ফাইনালের পর থেকেই আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে খোঁচাখুঁচি চলছেই। সম্প্রতি কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফের মহাদেশীয় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই ফাইনালের পর ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইনরা। ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ্য করে আর্জেন্টাইন খেলোয়াড়দের বর্ণবাদী গান গেয়ে সমালোচনার জন্ম দেয়ার রেশ কাটতে না কাটতেই হাজির মহারণ। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ফের দেখা হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্সের। যদিও এবারের লড়াইটা অনূর্ধ্ব ২৩ পর্যায়ের, তারপরও মর্যাদার লড়াই হিসেবে বিশেষ গুরুত্ব পাঁচ্ছে। কাতার বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা খোয়ানোর ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়তে পারে আর্জেন্টিনাকে হারাতে পারলে। তবে একই সঙ্গে ম্যাচটা ফরাসিদের জন্য জবাব দেয়ারও। কোপা আমেরিকা জিতে আর্জেন্টাইনরা ফরাসিদের নিয়ে যে বর্ণবাদী গান বেঁধেছিল, তার জবাব দিতে মুখিয়ে আছে ফরাসিরা। থিয়েরি অঁরির অধীনে অলিম্পিকে অংশ নেয়া ফ্রান্স গ্রুপ পর্বের শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ৩-০ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেছিলেন জ্যাঁ-ফিলিপ মাতেতা। ফ্রান্সের দলে ২৩ এর বেশি তিন খেলোয়াড়ের একজন মাতেতা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর জানিয়েছেন, আর্জেন্টিনার বর্ণবাদী গান তাদের কষ্ট দিয়েছে। ২৭ বছর বয়সী মাতেতা খেলেন প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার খবর জানতে পারার পর মাঠে নামার জন্য 'অধৈর্য' হয়ে পড়েছেন তিনি। একই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়েছেন, কোপা আমেরিকার ফাইনালের পর এনজো ফার্নান্দেজ যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে ফরাসিদের উদ্দেশ্য করে দেয়া স্লোগান ছিল 'বৈষম্যমূলক'। স্থানীয় সংবাদমাধ্যমকে মাতেতা বলেন, 'সম্প্রতি যা ঘটেছে তা ফরাসিদের কষ্ট দিয়েছে। আমরা দেখতে চাই কোয়ার্টার ফাইনালে কী ঘটে।' তিনি যোগ করেন, 'আর্জেন্টিনা সবশেষ বিশ্বচ্যাম্পিয়ন, এমন একটা দল যারা যে কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলতে চায়। কিন্তু এই মুহূর্তে আমরা কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়াটা উপভোগ করতে চাই এবং একটু একটু করে সেই ম্যাচটার জন্য প্রস্তুত হব।' হাভিয়ের মাশচেরানোর আর্জেন্টিনা দল অলিম্পিক শুরু করেছিল মরক্কোর কাছে ২-১ গোলের বিতর্কিত হার দিয়ে। মাতেতা কি আর্জেন্টিনার খেলা অনুসরণ করেন? -এমন প্রশ্নের জবাবে এই ফরাসি বলেন, 'আমি সবকিছুই দেখছি, কিন্তু এখন সময় উদযাপনের। এখন থেকে নতুন একটা প্রতিযোগিতা (নকআউট পর্ব) শুরু। এমন একটি প্রতিযোগিতা, যেখানে যে কোনো মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারে।'