গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের সারে ১২ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকালে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আখতারউজ্জামান।
স্থাণীয় উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. কবির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গণি ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম সরকার তোরন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া প্রমূখ।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন খান রিপন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আফসার হোসেন, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি বেনজীর আহমেদ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার প্রমূখ।
উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার জানান, স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, গাজীপুর এর অধীনে গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের জামালপুর জিসি-ফুলদী বাজার রাস্তা পূর্নবাসনে ১২ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৫৩৮ টাকা ব্যয় করা হবে। উপজেলার বক্তারপুর ইউনিয়নের জামালপুর জিসি-ফুলদী বাজার ভায়া দক্ষিণবাগ সড়ক ৭৬০০ মিটার পূর্নবাসন কাজটি কার্পেটিং ও এইচবিবি কাজ করবেন প্রপার্টি ডেভেলপম্যান্ট লিঃ। আগামী ২১ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখের মধ্যে শেষ করার কথা রয়েছে।
এ সময় স্থাণীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন ইলেকট্রনিক্র ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।