চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা উপজেলা সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিনসহ অন্যরা।