অবশেষে মনিরামপুরের আলোচিত ডাঙ্গামহিষদিয়া-পড়িয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিত নিয়োগ বোর্ড স্থগিত করে চিঠি দিয়েছেন মাধ্যমিক কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। বুধবার স্মারক- ৩৭.০২.৪১০০.৬১.০০.০২.২০২৪-২৪৫ নং পত্রে নিয়োগ সংশ্লিষ্ট সকলকে স্থাগিতাদেশের এ চিঠি দিয়েছেন।
জাল-জালিয়াতির মাধ্যমে কমিটি তৈরী করে গত ২৭ জুলাই বিদ্যালয়ের অফিস কক্ষে সংশ্লিষ্টরা সহকারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বোর্ড করেন। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার একাধিক সংবাদ মাধ্যমে শিরণাম হয়। পত্রিকার খবরের পর এলাকাসহ উপজেলা প্রশাসনের মাঝে তোলপাড়ের সৃষ্টি করে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন আমলে নেন। দুই কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যার স্মারক-০৫.৪৪.৪১৬১.০০০.১২.০০৫.২৪.৬০৫(৩) তারিখ ২৯ জুলাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা তদন্তের দায়িত্ব পাওয়ার পর বুধবার অফিস চলাকালীন সময় পর্যন্ত বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাঙ্গামহিষদিয়া-পাড়িয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তার বিদ্যালয়ের নিয়মিত কমিটি করতে জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তদন্তকারি কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার সাংবাদিকদের সাথে বিষয়টি খোলসা করে বলেন, তদন্ত করতে গিয়ে দেখা গেছে কমিটি করার ক্ষেত্রে প্রধান শিক্ষক জালিয়াতি করেছেন। যে কারণে গত ২৭ জুলাই তারিখে অনুষ্ঠিত সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ বোর্ড স্থগিত করে নিয়োগ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, জালিয়াতির ম্যানেজিং কমিটি বাতিলের জন্য ইউএনও স্যার খুব দ্রুত যশোর শিক্ষা বোর্ডে সুপারিশ পত্র পাঠাবেন।
এদিকে, জাল-জালিয়াতির মূল হোতা প্রধান শিক্ষক মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান, কমিটি বা নিয়োগে কোনটাই সমস্যা নেই। তিনি বলেন, আমার স্কুলের সবকিছু বিষয়ে এমপি মহোদয়কে জানানো হয়েছে।