পঞ্চগড়ের বোদায় উপজেলা আনছার ও ভিডিপি অফিসের উদ্যোগে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়েছে। বুধবার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, ময়দানদিঘী আনসার ভিডিপি ক্লাব ও বেংহারী বনগ্রাম আনসার ভিডিপি ক্লাবে সর্বমোট ১৪১ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। এ সময় উপজেলা অনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনি, উপজেলা প্রশিক্ষক মোঃ সুমন মিয়া, উপজেলা প্রশিক্ষিকা মোছা নাজমিন লিসা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা/দলনেত্রী ও কমান্ডারগণ উপস্থিত ছিলেন।