তেঁতুলিয়া উপজেলায় চলন্ত ইজিবাইক থেকে মাথা ঘুরে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নারীর নাম নার্গিস আক্তার (৫০)। তিনি ১নং বাংলাবান্দা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া গ্রামের আক্তারুলের স্ত্রী বলে জানা গেছে।
জানা যায় বুধবার সকাল ১১ টার দিকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের গোয়ালগছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই হোসেন জানান, সে মুক্তিযোদ্ধার এহসানুল হকের মেয়ে। তার বাবার ভাতার টাকা তোলার জন্য তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল হঠাৎ মাথা ঘুরে অটোবাইক থেকে পড়ে যায়। সেখান থেকে তুলে তেঁতুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। নিহতের পরিবারের লোকজন জানান তার তার মৃর্গি রোগ ছিল।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমার ঘটনাস্থলে যাই। রোগীকে হাসপাতালে নেয়া হয়েছে শুনে আবার তেঁতুলিয়া হাসপাতালে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। প্রচন্ড রোদ আর গরমে হঠাৎ হিটস্ট্রোকে গাড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।