বাগেরহাটের চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আসমত হোসেননের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিক, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিসেস হেলেনা পারভীন, জেলা পরিষদ সদস্য সরদার খালেদুর রহমান টিটো, ডাঃ এম আর ফরাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ ইউপি চেয়ারম্যান শেখ নিজামুদ্দীন, অর্চনা দেবী বড়াল ঝর্না, সামিয়া রহমান বিউটি, মোঃ মাসুদ সরদার, শেখ বাদশা মিয়া, অলিউজ্জামান জুয়েল, কাজী আবু সাহিন প্রমূখ।
সভায় বিগত মাসের সার্বিক বিষয় নিয়ে আলোকপাত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এ ছাড়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়ন সম্পর্কিত বিষয়ে মাদকের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন, উন্মুত্ত খাল বিলের প্রবাহমান জলধারা বাঁধাগ্রস্ত, বাঁধ নির্মান,কারেন্ট ও মেজিক জাল দিয়ে অপরিপক্ক মাছ নিধন, ওষুধের দোকানে মানুষ ও গরুর ওষুধ সহ নানাবিধ ওষুধ বিক্রি, মুদিদোকানে সার বা রাসায়নিক দ্রব্য রাখা ও ভূঁয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলোক পাত করা হয়।