ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এ বছর এসএসসি ও সমমান শ্রেনীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্যা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ নিশাত ফারাবী, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মোঃ ইয়াহিয়া, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মিশু কুমার চক্রবতি, অবঃ ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কারাম আজাদ, ফখরুজ্জামান মাষ্টার, শিক্ষার্থী মহসিনা আক্তার, সামির হোসেন, অভিভাবক শেখ আবদুল কাউয়ুম ও জিন্নাত খান প্রমূখ। অন্ঠুান শেষে এ বছর এসএসসি ও সমমান শ্রেনীতে জিপিএ-৫ প্রাপ্ত ২০জন শিক্ষার্থীকে মেডেল সহ শিক্ষা উপকরন বিতরন করা হয়। একই সাথে জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ছয়টি বিদ্যালয়কে নগদ ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা পুরুস্কার বিতরন করা হয়।