পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে এক ভারতীয় সানজিদা রুমা (২৩) নামের তরুণী বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিজিবি থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
জানা যায় মঙ্গলবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকায় কালো রঙের বোরখা পরিহিত ওই নারী সন্দেহজনকভাবে মহাসড়কে ঘুরাফেরা করে। স্থানীয়রা তার সংগে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে হিন্দি ভাষায় বেশ আজগুবি কথা বলতে থাকেন। এ সময় স্থানীয়রা বিজিবিকে খবর দেন এবং তরুনীকে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভজনপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তার পরিচয় জানার চেষ্টা করে। বিজিবি’র জিজ্ঞাসাবাদে নাম সানজিদা রুমা (২৩), পিতার নাম সেল্লু পেশায় একজন অভিনেতা ও মায়ের নাম শান্তি এবং বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় বলে জানান। এ ছাড়া তার নানার বাড়ি পঞ্চগড় বলেও দাবী করেন। সে ভারতের বান্দ্রা থেকে শিলিগুড়ি আসে। পরে সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ে আসেন। কিন্তু পঞ্চগড় যে বাংলাদেশ এটি তিনি জানেন বলে জানান। তার কথা-বার্তায় অসংলগ্নতা দেখা যায়। এই তরুণীকে ঘিরে এলাকায় এখন রহস্যের নানা জল্পনা-কল্পনা দানা বেঁধেছে। বিজিবি আরও জানায়, তার বাবা মুসলিম এবং মা হিন্দু। কিন্তু পঞ্চগড়ের কোথায় তার নানার বাড়ি তা সে জানাতে পারেনি। একই সঙ্গে পরিবার বা বন্ধুদের কোনো মোবাইল নম্বরও দিতে পারেনি।
ভজনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম বলেন, দেখে ও তার কথায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয় না। সব কিছুতেই কেমন যেন রহস্য। পরিস্থিতি বিবেচনায় তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন, অবৈভাব অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। পরে তাকে পুলিশি ব্যবস্থায় আদালতে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছে তাই তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেয়া হয়েছে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।