‘‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার শাহ আল আমিন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান। আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, মৎস্যচাষী কাজী মকছেদুর রহমান, ইনসান আলী, আবদুস ছামাদ প্রমূখ। সভা শেষে একটি র্যালী নিয়ে উপজেলা পরিষদ চত্বর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।