ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামের ২৫ জন নারীর মাঝে নগদ অর্থ ও প্রশিক্ষন সনদ বিতরণ করেছে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারনঅধিদপ্তর।কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় সিংগী বাজার পুষ্টি পার্টনার ফিল্ড স্কুলে অংশ নেওয়া এ সকল নারীদের মাঝে নগদ অর্থ ও প্রশিক্ষন সনদ বিতরন করেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
বুধবার দুপুর ২ টার সময় উপজেলার সিংগী গ্রামের সুচিতা ঘোষের বাড়ির আঙিনায় পার্টনার প্রকল্পের ট্রয়ালপ্লট সমূহ এর পুষ্টি বাগান পরিদর্শন শেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের মাঝে নগদ অর্থ ও প্রশিক্ষন সনদ বিতরণ করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, বাড়ির পাশের অনবাদি জমিতে শাক ও সবজি চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা মেটানো এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের
পুষ্টি বাগান করে আমারা অনেক সাড়া পেয়েছি। আমরা কৃষকদের পুষ্টি বাগান করার উৎসাহ ও সব ধরনের সহায়তা প্রদান করবো। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষন সহায়তাকরী মোঃ জহুরুল হক,উপ সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া রায়হান, জয়ন্ত কুমার ঘোষ, আরিফুল ইসলাম,সুফল বর্মন। নগদ অর্থ ও প্রশিক্ষন সনদ বিতরণ শেষে নারীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।