ময়মনসিংহের গফরগাঁওয়ে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছের অবমুক্তকরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মৎস্যচাষি, মৎস্যজীবী, পুলিশ প্রশাসন, সাংবাদিকদের সমন্বয়ে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ.এস.এম মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার। সংস্কৃতিকর্মী ফাতেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল হক, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনূজ্জামান খান, সফল মৎস্য চাষী জাহাঙ্গীর আলম প্রমুখ। এরপর মৎস্য চাষে প্রশংসনীয় ভূমিকা রাখায় উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। সভাশেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করেন অতিথিরা।