‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, মৎস্য খামারী ফজলে রাব্বী প্রমুখ।