দেশ ব্যাপী বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের অফিস কার্যালয় ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে মহানগর জাতীয় শ্রমিকলীগ। বুধবার ৩১জুলাই বেলা ১২টায় নগরীর চাউল আমোদ রোড কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ। তিনি বলেন, গত ১৮ জুলাই বিকাল সোয়া ৫টায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা মহানগর জাতীয় শ্রমিক লীগের অফিস কার্যালয় ভাংচুর ও লুটপাট করে। এতে আমার প্রায় ২১ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন হয়। এ ঘটনায় গত ২৭ জুলাই আমার সংগঠনের সদস্য শাহজাহান বাদীয় হয়ে ২৮ জনকে আসামি করে ও ২১ লক্ষ টাকা ক্ষতি উল্লেখ করে আরপিএমপি কোতোয়ালি থানায় একটি এজাহায় দায়ের করে। আমি এই হামলার ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেপ্তার, মালামাল উদ্ধার ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি খন্দকার আকমল হোসেন, সহ সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ জাকির হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, সাংগঠনিক সম্পাদক এমএ মালেক মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।