গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বললেন, ‘সারাদেশ আজ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শতশত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সরকার এত লাশের মিছিল, এত লাশ তারা তৈরি করেছে তাকে ঢাকতে পারছে না। তাকে ঢাকার জন্য আজ আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে।’
বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে ফুটপাতে গণতন্ত্র মঞ্চের এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সরকার একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে নিজেদের জেদ, অসহিষ্ণুতা, নিজেদের ভেতরকার যে স্বৈরাচারী চরিত্র সেসব কিছুর একটা উদগ্র আক্রোশ তারা করতে গিয়ে আজ সব আন্দোলনকে একদিকে অপমানিত করেছে, তারপর তাকে ভয়ংকর রকমভাবে দমনের চেষ্টা করেছে। যা একাত্তর (১৯৭১) সালের পরে এ দেশের ৫৩ বছরের ইতিহাসে সব রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদের, আমাদের শিশু সন্তানদের বাড়িতে গুলি করে এভাবে হত্যা করার কোনো নজির আমরা দেখিনি।’
তিনি বলেন, ‘একদিকে সরকার বলছে, এ কাজ জামায়াত-শিবির করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখি তারা (সরকার) যে হাজার হাজার শিক্ষার্থী গ্রেপ্তার করছে তার ৮০ থেকে ৯০ শতাংশ কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। ফলে সরকারের প্রতারণা আজ পরিষ্কার। তারা সব আন্দোলন ধ্বংস করতে চায়, সব আন্দোলন ধ্বংস করার জন্য আজ সহিংসতার দায় চাপিয়ে যেভাবে অতীতে করেছে সেভাবেই তারা আজ আন্দোলন ধ্বংস করতে চায়।’
জোনায়েদ সাকি বলেন, ‘আজ আমাদের শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে, হত্যার বিচার দাবি করে আমরা সমাবেশ করার কথা বলেছিলাম। আজ পুলিশ কোনো রকম আইন-কানুনের ধার না ধেরে তারা যেভাবে পুরানা পল্টনে এলাকা কর্ডন করে রেখেছে, আগ্রাসী ভূমিকার মধ্য দিয়ে আমাদের সমাবেশ পণ্ড করার চেষ্টা করছে, আমাদের মাইক কেড়ে নিয়েছে, আমরা পুলিশের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।’