চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় উৎপাদিত বাংলার আপেল নামে খ্যাত পেয়ারা ফলনে খুশি বাগান মালিকরা। উপজেলার কাঞ্চননগর, দোহাজারী লালুটিয়া, হাশিমপুর ও ধোপাছড়ি পাহাড়ি এলাকায় প্রায় আড়াই শতাধিক পেয়ারা বাগান রয়েছে। এ বছর বাগানে প্রচুর ফলন ও হয়েছে। বাজারে ভালো দাম থাকায় খুশি বাগান মালিকরা। প্রতিদিন ভোর বেলা চন্দনাইশ উপজেলার রওশন হাট, কাঞ্চননগর বাদামতল, হাশিমপুর রেলওয়ে স্টেশন, বাগিচা হাট ও দোহাজারী রেলওয়ে মাঠে বসে পেয়ারার হাট। হাটে পেয়ারা বিক্রির জন্য ভোর না হতেই শ্রমিকরা বাগান থেকে পেয়ারা বাজারে কার আগে কে আনতে চলে প্রতিযোগিতা। এছাড়াও বাড়ি ঘরের আঙিনা বা পুকুর পাড়ি পেয়ারা গাছ রয়েছে। এখানে যে পেয়ারা উৎপাদন হয় তা এলাকার চাহিদা মিটিয়ে বিদেশে ও রপ্তানি করে বহু আয় করে থাকেন বাগান মালিকরা। বাজারে প্রকার ভেদে প্রতি বার দুই থেকে আড়াই হাজার টাকা ধরে পাইকারি ধরে বিক্রি করা হচ্ছে পেয়ারা। কাঞ্চননগর এলাকার বাগান মালিক আহমদ হোসেন বলেন, বাগানে পেয়ারার ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম থাকায় লাভবান হবেন বলে আশাপোষন করেন। চন্দনাইশ উপজেলা কৃষিবিদ আজাদ হোসেন বলেন এখানকার পাহাড়ি উর্বরতা শক্তি ও দোআঁশ মাটির ফলে যে কোন ফলন ভালো হয়ে থাকে। এতে করে কৃষকরা লাভবান হয়।