জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে পিরোজপুরে বুধবার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মুর্শেদ মিশু এর সভাপতিত্বে দুপুর ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোাজপুর জেলা প্রশাসন আায়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: জাহেদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন কৃষিনির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। যা আজ সারাবিশ্বে স্বীকৃত। ইলিশ আহরণ, অভ্যন্তরিন মুক্ত জলাশয়ে মৎস্য আহরণ, জলাশয়ে মৎস্য উৎপাদন এফএও এর প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশ শীর্ষে। দেশের মোট জিডিপির প্রায় ২.৫৩ শতাংশই মৎস্য খাত থেকে আসে। পিরোজপুর জেলায় আহৃত মাছের অধিকাংশই ইলিশ।