মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী’র উপকরণ ও ৬ প্রজাতির ১৪ শতাধিক ফলজাত চারা বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪ টি ইউনিয়নের ২২৭ টি কৃষক পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ স্বাধীনতা মঞ্চে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মৃধা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সদ্যবিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষকগণ।
পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২২৭ জন কৃষককে বিনামূল্যে ২১ রকমের ৩ সিজনের সবজি বীজ, ৬টি ফলের চারা, জৈব সার, ঝাঝড়ি, বীজ রাখার পাত্র, বেড়া তৈরীর নেটসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।