"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে, পরে বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদের পুকুরে জেলা প্রশাসক আবু জাফর রিপন পোনা মাছ অবমুক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আওলাদ হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ, উপজ প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাছ চাষিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩০শ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ চলবে। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যাক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।