‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে, যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩১জুলাই) সকালে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ডা. সাফিয়া খানম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এফ এম অহেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আহসান কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষীগন ও সাংবাদিকবৃন্দ। জাতীয় মৎস্য সপ্তাহে মুরগীর বিষ্টা ব্যবহার করলে জেল ও জরিমানা করার হুঁশিয়ারি প্রদান করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাবদা ও কার্প মাছ চাষে বিশেষ অবদান রাখায় যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কুলসুম এগ্রো ফার্মের মালিক এনামুল হক বাবুল। তিনি ৩১ জুলাই সকালে ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিশেষ পুরস্কার গ্রহন করেন।