ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত দুইদিনে জামাতের ১ ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ। গতকাল ভোরে ও মঙ্গলবার দিনে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের প্রথম সারির নেতারা। ইতোমধ্যে আত্মগোপনে চলে গেছেন অধিকাংশ নেতা।
পুলিশ জানায়, রাষ্ট্রীয় সম্পদ ভাংচুর জ¦ালাও পোড়াও সহ ধ্বংসাত্বক কাজে জড়িত ও ইন্ধনদাতাদের বিরূদ্ধে গত ১১ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে আসামি করে সরাইল থানায় একটি মামলা করেছেন। এই মামলায় গতকাল পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার শাহবাজপুর মুন্সিহাটি এলাকায় অভিযান চালিয়ে শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শাহিন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেন। শাহিন ওই গ্রামের প্রয়াত আবু তাহেরের ছেলে। এর আগে মঙ্গলবারে উচালিয়াপাড়া থেকে উপজেলা জামায়াতে ইসলামের সদস্য মো. শাহার আলীকে (৪০) ও গভীর রাতে সরাইল সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হিরোকে (৩৫) সৈয়দটুলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছেন। শাহার আলী উচালিয়াপাড়ার কিন্তুছ মিয়ার ছেলে আর ইমরান সৈয়দটুলা ফকিরপাড়ার উসমান খানের ছেলে। গ্রেপ্তারের বিষয়ে আতঙ্কে রয়েছেন সরাইল উপজেলা বিএনপি’র তিন সদস্যের আংশিক কমিটির সদস্যরা। এছাড়াও দলটির ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের সকল নেতা কর্মী ও স্থানীয় জামায়াতের নেতারাও স্বস্থিতে নেই। ইতোমধ্যে প্রথম সারির অনেক নেতা আত্মগোপনে পার করছেন দিন রাত। তবে তারা বলছেন, চলমান আন্দোলনে তাদের কোন ধরণের সম্পৃক্ততা নেই। সরকার বা স্থানীয় প্রশাসন অযথা তাদেরকে হয়রানি করছেন।