পাবনার চাটমোহরে থানা পুলিশ চুরি যাওয়া দু’টি ষাঁড় গরু উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আন্দঃজেলা গরুচো চক্রের ৬জন সদস্যকে। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫), তাড়াশ উপজেলার কালিদাস নীল গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মোঃ আলামিন (৩৩), সলঙ্গা থানার ধুপিল গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ ফুয়াদ হাসান সবুজ (২৬), উল্লাপাড়া উপজেলার কাওয়া গ্রামের আঃ মান্নান খলিফার ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৮), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর গ্রামের মোঃ ফরিদ হোসেনের ছেলে মোঃ হাসান আলী ওরফে আরিফ (২৬) ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর মৃত আবেদ আলীর ছেলে মোঃ মোস্তফা (৫২)। গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ গত ৩০ জুলাই দিবাগত রাতে চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান (রেজিঃ নং ঢাকা মেট্টো ন-২০-৯৯৭০) আটক করে। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার মোঃ মোস্তফার বাড়ির গোয়ালঘর থেকে চুরি যাওয়া ২টি ফিজিয়ান জাতের ষাঁড় গরু উদ্ধার করে পুলিশ। আটক করা হয় মোস্তফাকে। মোস্তফার স্বীকারোক্তি মোতাবেক আটক করা হয় হাসান আরীকে। গ্রেপ্তারকৃতরা নিজেদের আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য বলে জানান। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। প্রসঙ্গতঃ চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত আঃ রহমান আলীর ছেলে আছমত আলীর দুইটি কালো রঙের ফিজিয়ান জাতের ষাঁড় গরু গত ২৭ জুলাই দিবাগত রাতে চুরি হয়। ষাঁড় দু’টির আনুমানিক দাম ৪ লাখ টাকা। এ ঘটনায় আছমত আলী চাটমোহর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ গরু উদ্ধার ও চোর ধরার জন্য তৎপর হয়।