ময়মনসিংহের গফরগাঁওয়ে "সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাবন" প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এস এম মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনূজ্জামান খান, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল হক, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমির সালমান রনি।