সারা দেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও সহিংসতার ঘটনা ঘটেছে। ওই ঘটনার প্রতিবাদে ৩০ জুলাই রাতে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর ভর করে জামাত-বিএনপির সহিংসতার বিরুদ্ধে সারা দেশের ন্যায় সৈয়দপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিক্ষোভ মিছিলটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগুনে পুড়িয়ে দেয়া পুলিশ বক্সের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
এ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম রাশেদুজ্জামান রাশেদ। বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, কৃষকলীগের উপজেলা সভাপতি আবদুস সবুর আলম, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহসিন মন্ডল মিঠুসহ অনেকে। সমাবেশে সঞ্চালনা করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। সমাবেশে সকল নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা শহীদ পরিবারের সন্তান হয়েও সরকারের কাছে সুযোগ সুবিধা পাইনা। অথচ ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী আপনারা সরকারের অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন। ফ্রি বিদ্যুৎ ব্যবহার করছেন। বিভিন্ন এনজিও থেকে সাহায্য পাচ্ছেন। স্বাধীনতার এত বছর পরও আটকে পড়া উর্দুভাষীরা কোন পরিবর্তন হয়নি। তারা পুলিশকে মেরেছে তা ভিডিও ফুটেজ- এ দেখতে পেয়েছি। সৈয়দপুরে পুলিশ বক্স আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ফেলে দিয়ে সেখানে মূত্র ধারণ করেছে। এ থেকে আমরা বুঝতে পারি আপনারা বাংলাদেশের স্বাধীনতা কখনোই মেনে নিতে পারেননি।
পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন এই ক্যাম্পের বিহারীরা তোমরা যদি একটা বাঙালির গায়ে হাত দাও, তাহলে এই সৈয়দপুর শহরের বাইরে চারিদিকে যে গ্রামের মানুষজন আছে, তারা তোমাদের ঘিরে ফেলে নিমিষে ছারখার করে জ¦ালিয়ে পুড়িয়ে দিতে পারবে। তাই সময় আছে এখনো বাংলাদেশকে মেনে নিয়ে ভালোভাবে বসবাস করো। মানবতার মা প্রধানমন্ত্রী আছে বলেই আজ আপনারা অনেক সুখে আছেন,ভালো আছেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন যারা প্রধানমন্ত্রীর ছবিতে মূত্র ধারণ করেছে তারা প্রশাসনের হাত থেকে যখন বেরিয়ে আসবে আমরা তাদেরকে উচিত শিক্ষা দেব। তিনি বলেন জামাত-বিএনপি'র সঙ্গে একত্র হয়ে এই ক্যাম্পবাসি যে সহিংসতা চালিয়েছে তাদের কখনোই আমরা ছাড় দিব না।