বুধবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় মৎস্য দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালনে নানামুখী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। জাতীয় মৎস্য দিবস উদযাপনে প্রথমে সড়ক রালি, এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনজন মৎস্য চাষীকে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করা হয়। ওই তিনজন মৎস্য চাষীদের প্রত্যেককে সংসদ সদস্য ব্যক্তিগত ভাবে ১৫শ' টাকা করে উপহার দেন।
ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন বলেন - মৎস্য চাষীদের বিদ্যুৎ বিল এবং মৎস্য খাবারের উপর ভর্তুকি দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাবি করব। জানিনা কতটুকু আপনাদের এ দাবি পূরণ করতে পারব। আপনাদের মত মৎস্য চাষীরাই দেশের সিংহভাগ মানুষের আমিষের চাহিদা মিটিয়ে থাকেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশিদ এবং জেসমিন সুলতানা। বেসরকারি সংস্থা জেডিও'র পরিচালক মনিরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুমা আক্তার, সহকারী প্রোগ্রামার মাইনুল ইসলাম, মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, শিমুল পারভেজ। আলোচনা সভার শেষে প্রধান অতিথি ৩ জন সেরা মৎস্য চাষী আমিনুল ইসলাম,শিমুল পারভেজ এবং আবুল হোসেনকে কে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করেন এবং ব্যক্তিগতভাবে তিনজনের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করেন।