কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। গতকাল ৩১ জুলাই সকাল ১০ এ উপলক্ষে কয়রা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক। আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম,মৎস্য ব্যবসায়ী আঃ কুদ্দুস, মৎস্যজীবি কোহিনুর আলম, ঘের ব্যবসায়ী আছাদুল হাওলাদার প্রমুখ।