লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বর ও পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এর আগে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফেরদৌশ আহম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, মৎস্য চাষি মো. ইলিয়াছ কাঞ্চন, আশরাফ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষী মো. ফেরদৌশ, মো. আলমগীর ও মো. ইলিয়াছ কাঞ্চনকে সন্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।