দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হকের সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম সরকার প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সুমন কন্ডু। শেষে একটি র্যালী করে উপজেলা পরিষদ চত্ত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় সকল সরকারি দপ্তরের অফিসারবৃন্দ, মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।