ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাড়ে তিন দফায় ভূমিধসে নিহত হয়েছেন ১২৩ জন। নিখোঁজ আছেন অনেকে। খবর বিবিসির।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কেরালার ওয়েনাড়ে প্রবল বৃষ্টিতে চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই সব সরকারি সংস্থা উদ্ধার অভিযানে কাজ শুরু করে। ঘটনাস্থলে দমকলকর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার এবং দুই শতাধিক সেনাসদস্য।
ঘটনাস্থল থেকে দ্রুতই অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। অনেককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একটি সেতু ধসে যাওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওয়েনাড় জেলা। এতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকাজে।