নীলফামারীর সৈয়দপুরে গত দুই সপ্তাহ ধরে পড়ছে প্রচন্ড ভ্যাপসা গরম। সূর্যের প্রখর তাপমাত্রার কারণে শহরে কমেছে মানুষের আনাগোনা। সচেতন মহল বলছেন, শ্রাবন মাসে যখন চারদিক পানিতে থই থই করে তখন সৈয়দপুরে ভ্যাপসা গরম আর প্রখর রোদে মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। অসয্য গরম আর প্রখর রোদে চরম অস্বস্তিতে পড়েছে মানুষজন ও প্রাণীকুল। এদিকে কয়েকদিন বিদ্যুতের লোডশেডিং না হলেও বর্তমানে লোডশেডিং বেড়েছে। সৈয়দপুর বিদ্যুৎ বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ভুইঁয়া জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি। তাছাড়া পুরনো ট্রান্সমিটার ঠিকমত চলে না। মাঝে মাঝে এগুলো বিকল হয়ে পড়ে। তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যার সমাধানে চেষ্টা চলছে। নীলফামারী জেলার সৈয়দপুরে একমাত্র সিনেমা হল তামান্না। এ হলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম ঝন্টু বলেন, এখন আর কেউ সিনেমা দেখে না। যদি হলে ভাল কোন ছবি আসে তাহলে কিছুটা দর্শক মেলে। বর্তমানে আমার হলে চলছে নানা ভাই সিনেমা। দেশের চলমান পরিস্থিতিতে হলে তেমন একটা দর্শক নেই। তার ওপর ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় আমি পড়েছি চরম বিপাকে। এভাবে বিদ্যুতের লোডশেডিং থাকলে এ ছবিতে আমাকে লোকসান গুনতে হবে। সৈয়দপুর টেইলর মালিক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন জানান, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ঠিকমত কাজ হচ্ছে না। অথচ শ্রমিকদের দিন শেষে ঠিকই মজুরী দিতে হচ্ছে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সুত্র জানায়, আজকের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস। আকাশের বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম পড়ছে। তবে যে কোন সময় আকাশের বৃষ্টি নামতে পারে। অটো চালক গনেশ চন্দ্র রায় জানান, প্রচন্ড গরমে গাড়ী চালাতে পারিনা। প্রায়ই সময় গাঁ ঘেমে গোটা শরীর ভিজে যায়। রিক্সা চালক আবদুল মজিদ জানান, আকাশের পানি নেই। অথচ এখন চলছে বর্ষাকাল। শ্রাবন মাসে বৃষ্টির কারণে ঘর থেকে গাড়ী নিয়ে বের হতে পারি না। কিন্তু এখন উল্টো আবহাওয়ার কারণে শ্রাবনেও পানির দেখা নেই। তাই গরমের হাত থেকে নিজেকে কিছুটা শীতল রাখতে ঘারে গামছা পেঁচিয়ে নিয়েছি। সৈয়দপুর অর্ঘো আর্ট অ্যাকাডেমির শিক্ষক অনিক এ মন্ডল জানান, বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা স্বস্তিতে আছে। তা না হলে এ গরমে ক্লাস নেয়া কষ্টকর হতো। সৈয়দপুর শহরের জসিম বিল্ডিং এর পাশে ফুটপাতে জুতা স্যান্ডেল শেলাই করেন শ্রী মতি লাল দাস। তিনি জানান, এমন গরম অতিতে দেখি নাই। অতিরিক্ত গরমের কারণে দোকানে বসে থাকতে পারি না। তবুও পেটের দায়ে কাজ করতে হচ্ছে। সৈয়দপুর কাপড় ব্যবসায়ি জসিম উদ্দিন জানা, গরমের কারণে তার ব্যবসা ভাল হচ্ছে না। কারণ এ গরমে কেউ বাসা থেকে শহরে আসছে না। তাই দোকানে বিক্রি কমে গেছে। সৈয়দপুর হোলেট মালিক সমিতির সভাপতি হাজী বখতীয়ার রহমান জানান, অতিরিক্ত গরমের কারণে শহরে লোকজনের যাতায়াত কমেছে। তাছাড়া বিদ্যুতের লোডশেডিং তো কিছুক্ষণ পর পর লেগেই আছে। এ দুইয়ের কারণে হোটেল ব্যবসায় মন্দাভাব চলছে।