ভরবো মাছে মোদের দেশ, গরবো স্মাট বাংলাদেশ। এ স্লোগান সামনে নিয়ে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয় ৩০ জুলাই। মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করার কথা থাকলেও তিনি এটি করেননি। মৎস্য কর্মকর্তার কোন কর্মসূচি জানেন না সাংবাদিকেরা। এতে সৈয়দপুরে সাংবাদিকদের মধ্যে মৎস্য কর্মকর্তার দায়িত্ব পালন নিয়ে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। বলা চলে অনেকটা দায়সারা কর্মসূচি পালন করছেন তিনি। এদিকে ৩১ জুলাই সকাল সাড়ে ১০ টায় র্যালি করা হবে এমন কথা বলো উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২শ মৎস্য চাষিদের নিয়ে আসা হয় তার দপ্তরে। কিন্তু তারা সেখানে এসে গায়ে গেঞ্জি এবং মাথায় একখানা কাগজের ক্যাপ পড়ে বসে থাকে প্রায় আড়াই ঘন্টা। তখন পর্যন্ত কোন র্যালি বের করতে পারেননি তিনি। এরইমধ্যে শতাধিক লোক মনোক্ষুন্ন হয়ে বাসায় ফিরে যান। বোতলাগাড়ী ইউনিয়নের মৎস্য চাষি বাবুল হোসেন জানান, মৎস্য কর্মকর্তার জগাখিচুরি কর্মসূচির মধ্যে পড়ে পেটে খিদে লেগেছে। তিনি বলেন আমাদেরকে ডাকা হয় সকাল সাড়ে ১০ টায়। সময় মত এসে বসে আছি প্রায় তিন ঘন্টা। পেটে খিদে লেগেছে। তাছাড়া প্রচন্ড গরম ও প্রখর তাপমাত্রায় ত্রাহি অবস্থা বিরাজ করছে মানুষের। তাই আমাদের অনেকে বসে থেকে চলে গেছে বাসায় আমিও আর একটু অপেক্ষা করে চলে যাব। একই কথা জানান বেশ কয়েকজন মৎস্য চাষি। তাদের অভিযোগ মৎস্য কর্মকর্তার অদক্ষতার কারণে কর্মসূচিতে জগাখিচুরি অবস্থা। কেন মৎস্য চাষিদের ডেকে ঘন্টার পর ঘন্টা বসে রাখা হল এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মোস্তারিনা আফরোজ এর সাথে তার দপ্তরে। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এটির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা। এ সময় সাথে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকীসহ অনেকে।