র্যালী, মাছের পোনা অবমুক্ত আলোচনা ও মতবিনিময় সভার মধ্যদিয়ে নোয়খালীর সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর পরিষদের হল রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাব্বির হোসেনের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, মৎস্য চাষী মো: বাবুল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে এ বছরের মৎস্য সপ্তাহে সেরা তিন খামারীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।