কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র বরিশালে নাশকতার প্রতিটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ করছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে বরিশালে পুলিশের ওপর হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের তেমন একটা সম্পৃক্ততা পাওয়া যায়নি।
বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তকারী কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বরিশাল নগরীতে কোটা সংস্কার আন্দোলনের নামে যারা পুলিশ বক্সে হামলাসহ তান্ডব চালিয়েছে সেখানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশকারী-বহিরাগতদের উপস্থিতি ছিল। শুধু বরিশালেই নয়; ঢাকায় দক্ষিণাঞ্চলের কোনো জেলা থেকে কেউ নাশকতা করতে গিয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। বিশেষ করে সহিংসতার সময় বরিশালের বিএনপি ও জামায়াতের কেউ ঢাকায় ছিল কিনা এবং সহিংসতার সাথে জড়িত ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রে আরও জানা গেছে, সহিংসতার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়েই তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ প্রযুক্তি নির্ভর তদন্ত করে সহিংসতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ ইলিয়াছ শরীফ জানিয়েছেন, সহিংসতার সময় কারা কোথায় ছিল সেটি শনাক্ত করা হচ্ছে। আর ওইসময় কারা ঢাকায় ছিল এবং কারা ব্যাক করেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে নাশকতার ঘটনার সাথে জড়িত নয়, কিংবা সাধারণ কাউকে হয়রানি করার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জিহাদুল কবির বলেন, যারা পুলিশের ওপর হামলা করেছে, যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারের ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্যর বিরুদ্ধে আর্থিক বিষয়টি সামনে আসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় বরিশালে পুলিশ সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন। কয়েকজন লাঞ্ছনার শিকার হয়েছেন। ১৬ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে ঘটা নাশকতামূলক কর্মকা-ে পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন, পুলিশ ফাঁড়ি ও বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বরিশাল নগরীসহ রেঞ্জে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ১০ মামলায় তিন হাজারেরও বেশি মানুষকে আসামি করা হয়েছে। আর ৩১ জুলাই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ২৬২ জন।
এখন আর লিখে কী করবেন ॥ নগরীর গোরাচাঁদ দাস রোডের বাসভবনে মোবাইলে থাকা ছেলের ছবি দেখাতে গিয়ে কাঁন্নায় ভেঙে পড়েন মা পারভীন সুলতানা। পাশে মৃত আবিরের বড় বোন মারিয়া ইসলাম ও বাবা মিজানুর রহমান। গোরাচাঁদ দাস রোডের শত বছরের পুরোনো ‘মাহমুদালয়ে’ ভুতুড়ে নীরবতা। বাহির থেকে বোঝার কোন উপায় নেই বাড়িতে কেউ আছেন। জানা গেছে, গত ১৯ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর বারিধারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুল্লাহ আল আবির (২৪)। আবির বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। ২০ জুলাই সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
কাঁদতে কাঁদতে আবিরের মা পারভীন সুলতানা বলেন, এখন এসব লিখে কী করবেন। আমার বাবারে তো আর ফিরাইয়া দিতে পারবেন না। একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা মিজানুর রহমান। বড় বোন মারিয়া ইসলাম মৌরি কিছুতেই ভুলতে পারছেন না ভাইকে বাঁচানোর জন্য ১৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর লড়াইয়ের কথা। তিনি (মৌরি) বলেন, ১২ ব্যাগ রক্ত দিলাম। ভাইটাকে বাঁচাতে রাতভর কত যুদ্ধ করলাম। তবুও ভাইকে বাঁচাতে পারলাম না।
প্রবাসে যাওয়া হলো না জামালের ॥ পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে যাওয়ার স্বপ্ন দেখছিলেন রংমিস্ত্রি জামাল হোসেন সিকদার (৪০)। আর সেজন্য তিনি সবধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জামাল। যার মধ্যদিয়ে পরিবারটির সব স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেছে। নিহত জামাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত মহসিন সিকদারের ছেলে।
নিহতের স্ত্রী শিউলি আফরোজ জানান, জামাল ঢাকায় রংমিস্ত্রির কাজ করতেন। পরিবারের সচ্ছলতা আর একমাত্র মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে তিনি (জামাল) সৌদি আরবে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। চলতি মাসেই তার সৌদি যাওয়ার কথা ছিল। গত ১৫ জুলাই একমাত্র মেয়েকে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে ভর্তি করানোর জন্য এবং বিদেশ যাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে শ্যালিকার বাসায় আসেন জামাল। ১৬ জুলাই মেয়েকে একাদশ শ্রেণিতে ভর্তি করেন। গত ২০ জুলাই শ্যালক তাওহিদ আহম্মেদকে সাথে নিয়ে বিদেশ যাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য চিটাগাং রোড দিয়ে মার্কেটে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জামাল। কান্নাজড়িত কণ্ঠে শিউলি বলেন, নদী ভাঙনে স্বামীর বাড়িঘর হারিয়েছি। আর কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় স্বামীকে হারালাম। এখন আমাদের মাথা গোজার ঠাঁই নেই। তাই মুলাদী উপজেলার নাজিরপুরে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। একমাত্র মেয়ের পড়ালেখার দায়িত্বভার গ্রহণ ও আর্থিক সহায়তা পেতে সমাজের বিত্তবানসহ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন শিউলি আফরোজ।
ভালো থাকতে ঢাকায় এসে সব শেষ ॥ অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে আর ঘরে ফিরে আসা হয়নি নিরাপত্তাকর্মী ইমরান খলিফার। তবে লাশ হয়ে গ্রামের বাড়িতে ফিরেছেন তিনি। ঘটনার সপ্তাহ পার হলেও শোকের মাতম থামছে না স্ত্রীসহ স্বজনদের। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পুরো পরিবারটি ভেঙে পড়েছে। গত ১৯ জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় ঢাকার শাহজাদপুর বাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যান নিরাপত্তাকর্মী জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের সাবেক সেনা সদস্য নজরুল খলিফা ছেলে ইমরান খলিফা (৩৩)। তিনি গুলশান-২ এর চারুলতা নামের একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নিহত ইমরানের স্ত্রী শান্তা আক্তার বলেন, গত বছরের নভেম্বর মাসে জীবিকার তাগিদে তারা ঢাকায় আসেন। ২৩ মাস বয়সের ছেলে ইয়াছ খলিফাকে নিয়ে তারা শাহজাদপুর খিল বাড়িটেক নামকস্থানের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার স্বামী ইমরান গুলশানের একটি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা বেতনে নিরাপত্তাকর্মীর চাকরি করছিলেন। ঘটনারদিন আমার (শান্ত) জন্য ওষুধ কিনতে রাস্তায় বের হয়ে ইমরান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এতে তাদের সব স্বপ্ন একনিমিশেই শেষ হয়ে গেছে।
বাবা আর কোনদিন ফিরে আসবেন না ॥ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পরে নিজ কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জেলার বানারীপাড়া উপজেলার পূর্ব সলিয়াবাকপুর গ্রামের মৃত আবদুল মান্নান হাওলাদারের ছেলে জসিম উদ্দিন (৩৫)। ঘটনার বেশ কয়েকদিন পেড়িয়ে গেলেও হৃদরোগে আক্রান্ত হয়ে শষ্যাশয়ী নিহত জসিমের বৃদ্ধা মা মেহেরুন্নেছা বেগম, স্ত্রী সুমি বেগম ও পঞ্চম শ্রেণীতে পড়-য়া মেয়ে জান্নাতের চোখ দিয়ে অনবরত ঝড়ছে অশ্রু। তাদের বুকফাটা আর্তনাদ কিছুতেই থামছেনা। জসিমের দেড় বছর বয়সের শিশু ছেলে সাইফ এখনও বুঝছেনা তার বাবা আর কোনদিন ফিরে আসবেনা।
১০ বছর বয়সের মেয়ে জান্নাত নিহত বাবার ছবি বুকে জড়িয়ে বিলাপ করে বলছে, বাবা আর কোন দিন আসবেন না, আদর করে আমাদের দুই ভাই-বোনকে বুকে জড়িয়ে ধরবেন না। স্বামীকে হারিয়ে পাগল প্রায় সুমি বেগমের দুইচোখে অমানিশার ঘোর অন্ধকার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, স্বামীই ছিলেন তার একমাত্র অবলম্বন। নোয়াখালীতে তার (সুমি) বাবার বাড়ির অবস্থাও ভালো না। কিভাবে চলবে সন্তানদের লেখাপড়াসহ তাদের সংসার। গত প্রায় ১৫ বছর ধরে ঢাকায় বসবাস করে আসছেন জসিম উদ্দিন। বৃদ্ধা অসুস্থ মাকে দেখভালের জন্য স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে রেখে ছিলেন জসিম উদ্দিন। উত্তরার ৫ নম্বর সেক্টরের এমএসএ ওয়ার্কসপে চাকরি করতেন জসিম। ঘটনার দিন গত ১৯ জুলাই দুপুরে জসিম ৭ নম্বর সেক্টরের ফরহাদ অটো পার্টসের দোকানে যান মাইক্রোবাসের পার্টস কিনতে। সেখান থেকে নিজ ওয়ার্কসপে ফেরার সময় উত্তরা ৫ নম্বর সেক্টরে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিম উদ্দিন।
কান্না থামেনি শান্তর পরিবারে ॥ টিউশনি করাতে বাসা থেকে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ফয়সাল আহমেদ শান্ত। ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও কান্না থামেনি অনার্স প্রথম বর্ষের ছাত্র শান্তর পরিবারে। একমাত্র পুত্র শান্তকে হারিয়ে যেন সর্বশান্ত হয়ে গেছেন জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামের জাকির হোসেন। এরমধ্যে সবচেয়ে বেশি ভেঙে পরেছেন শান্তর অষ্টম শ্রেণিতে পড়-য়া একমাত্র বোন বৃষ্টি আক্তার। একমাত্র ভাইয়ের মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেনা বৃষ্টি। শান্তর বাবা জাকির হোসেন আগে চট্টগ্রামে জাহাজে চাকরি করলেও করোনাকালে তিনি রহমতপুরে ফার্নিচারের ব্যবসা শুরু করেন। এরপর থেকে শান্ত, বৃষ্টি ও তাদের মা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন। জাকির হোসেন থাকতেন বাবুগঞ্জে। ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রামের ওমরগনি এমইসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ফয়সাল আহমেদ শান্তর মা স্কুল শিক্ষিকা রেশমা আক্তার বলেন, পড়াশুনার পাশাপাশি কয়েকটি টিউশনি করে শান্ত তার হাত খরচ চালাতো। আমার একটাই ছেলে। আশা-ভরসা সবই ছিলো ছেলেকে ঘিরে। ঘটনার দিন গত ১৬ জুলাই শান্ত টিউশনি করাতে যাওয়ার পথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রাম মহানগরীর জিইসি দুই নম্বর গেটের মাঝামাঝি জায়গায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে।