“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/২৪ উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার (৩১জুলাই) মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্ত করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসির উদ্দিন। আরো বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন প্রামানিক, নাসিমা খাতুন, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, মৎস্যজীবি মনিরুল ইসলাম প্রমুখ। র্যালি শেষে ইছামিত নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং আলোচনা সভা শেষে তিনজন শ্রেষ্ঠ মৎস্যজীবিকে মৎস্য সপ্তাহ সম্মাণনা স্মারক প্রদান করা হয়।